Dr. Neem on Daraz
Victory Day

খাগড়াছড়িতে এক এসআইসহ ৩ জন করোনায় আক্রান্ত


আগামী নিউজ | খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২০, ০৪:২৩ পিএম
খাগড়াছড়িতে এক এসআইসহ ৩ জন করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহীত

ছুটি শেষে পাবনা থেকে খাগড়াছড়িতে আসা পুলিশের এক এসআই সহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত খাগড়াছড়ি জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হলেও একজনকে ইতোমধ্যে করোনামুক্ত ঘোষণা দেয় স্বাস্থ্য বিবাগ।

বুধবার (১৪মে) রাতে প্রাপ্ত চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেলস সায়েন্স ইউনিভার্সিটির পরীক্ষাগারের ফলাফলের এসব জানান খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুুপুর কান্তি দাশ।

তিনি আরও জানান, যাদের করোনা পজেটিভ এসেছে তাদের কারো শরীরে এখনও কোন উপসর্গ নেই। তাদের কাছ থেকে দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলায় আক্রান্ত  ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ২৭ এবং ২৮ এপ্রিল। এখন তাদের সংস্পর্শে আশা চিকিৎসক ও স্বজনদের চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হবে।

উল্লেখ্য,  গত ২৯ এপ্রিল খাগড়াছড়ি জেলার দীঘিনালায় এরশাদ চাকমা প্রথম করোনা পজেটিভ শনাক্ত হয়। ২ মে ও ৮ মে দ্বিতীয় ও তৃতীয় দফা নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে ৯ মে তাকে করোনা মুক্ত ঘোষণা দেয় স্বাস্থ্য বিভাগ।


আগামী নিউজ/ রফিকুল/ তাওসিফ 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে