Dr. Neem on Daraz
Victory Day

মানিকগঞ্জে কারণ ছাড়া রাস্তায় পেলেই জেল-জরিমানা


আগামী নিউজ | মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২০, ০৫:২৩ পিএম
মানিকগঞ্জে কারণ ছাড়া রাস্তায় পেলেই জেল-জরিমানা

ছবি: সংগৃহীত

বিনা কারণে ঘর থেকে বের হলেই জেল, জরিমানা করা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক তার অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, মানিকগঞ্জ এর মানুষকে নিরাপদ রাখতে বিনা কারণে ঘর থেকে বের হলেই জেল-জরিমানা করা হবে। সকলের সহযোগিতা কাম্য।

জেলা প্রশাসক বলেন, ‘মানুষ অকারণে ঘর থেকে বের হচ্ছে যা করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।’

ঈদ সামনে রেখে শর্তসাপেক্ষে দোকানপাট খোলার সিদ্ধান্ত নিলেও ৩ দিনের মাথায় আজ (বুধবার) থেকে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনা করোনাভাইরাসের বিস্তার রোধে ১৯ এপ্রিল মানিকগঞ্জ জেলা লকডাউন করা হয়। নির্দেশনা অনুযায়ী, জেলার বাইরে থেকে কিংবা জেলা থেকে অন্যত্র এমনকি এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা–যাওয়া করা যাবে না। চিকিৎসাসেবা, জরুরি পরিষেবা, ওষুধ, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, সংবাদপত্র সেবা ইত্যাদি লকডাউনের আওতামুক্ত থাকলেও বন্ধ থাকবে।

দোকানপাটসহ সবধরনের গণপরিবহন চলাচল ও জনসমাগম। তবে, এই নির্দেশনা না মেনে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন। সামাজিক দূরুত্ব বজায় না রেখে নিত্যপ্রয়োজনীয় কাজ করছেন। লোকসমাগম কমাতে বিনা কারণে মানুষকে ঘর থেকে বের হওয়া বন্ধে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

আগামী নিউজ/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে