Dr. Neem on Daraz
Victory Day

দিনাজপুরে নার্সের স্বামীসহ নতুন দু’জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২০, ০৪:২০ পিএম
দিনাজপুরে নার্সের স্বামীসহ নতুন দু’জনের করোনা শনাক্ত

ছবি: সংগৃহীত

দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালের এক নার্সের স্বামীসহ বিরলে দু’জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন,বিরল উপজেলা হাসপাতালের এক নার্সের স্বামী এবং আরেকজন ২ নং ফরককাবাদ ইউনিয়নের তেঘেরা গ্রামের বাসিন্দা। হাসপাতালের নার্স এবং তার আক্রান্ত স্বামী বিরল হাসপাতালের কোয়ার্টারের বসবাস করেন।

আক্রান্ত স্বামী কয়েকদিন আগে দিনাজপুর থেকে এসেছেন। এছাড়াও গত বৃহস্পতিবার বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের চক কাঞ্চন ঘাট বাইশা পাড়া গ্রামে আরেক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত সনাক্ত হয়। তিনি বোচাগঞ্জ উপজেলা হাসপাতালে আয়া পদে কর্মরত। একই দিনে শহরের পাটুয়াপাড়া বিহারী পট্রিতে এক কলেজ ছাত্রী করোনা আক্রান্ত সনাক্ত হয়। ওইদিনে আক্রান্ত হয় মোট ৫জন।

এ নিয়ে দিনাজপুরে করোনা আক্রান্ত সংখ্যা ৩৮ জন। তার মধ্যে শনাক্ত না হতেই একজনের মৃত্যু হয়েছে।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কৃদ্দুস জানিয়েছেন,দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২টি পজেটিভ এসেছে।বিরল উপজেলা হাসপাতালের এক নার্সের স্বামী এবং আরেকজন ২ নং ফরককাবাদ ইউনিয়নের তেঘেরা গ্রামের বাসিন্দা।

এখন পর্যন্ত শহরে ৭জনসহ সদর উপজেলাতেই করোনায় আক্রান্ত সংখ্যা ১০ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছে দু’জন। অন্যদিকে কাহারোল উপজেলায় ৭জন, নবাবগঞ্জ উপজেলায় ৪ জন,ঘোড়াঘাট উপজেলায় ৪জন,হাকিমপুর(হিলি) উপজেলায় দু’জন,ফুলবাড়ী উপজেলায় একজন,পাবর্তীপুর উপজেলায় ৫জন, বোচাগঞ্জ উপজেলায় একজন এবং এই প্রথম চিরিরবন্দর উপজেলায় একজন ও বিরল উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত। করোনায় আক্রান্তদের মধ্যে শহরে দু’জন এবং নবাবগঞ্জে একজন,পার্বতীপুওে একজন ও ফুলবাড়ীতে একজনসহ ৫ জন করোনা যুদ্ধে জয়ী হয়ে সুস্থ্য হয়েছেন। আর একজনের সনাক্ত না হতেই মৃত্যু হয়েছে।

দিনাজপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭ জন মহিলা,একজন শিশুপুত্র,একজন শিশুকন্যা ও ২৯ জন পুরুষ।


আগামী নিউজ/ শাহ্ আলম/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে