করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় গরিব দুস্থদের মাঝে বেতনের টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত। পাটগ্রাম থানায় যোগদানের পর থেকে নিজের দক্ষতায় একের পর এক ভালো কাজ করে যাচ্ছেন তিনি। যার ফলে সমগ্র উপজেলায় বিভিন্ন মানুষের প্রশংসা কুঁড়িয়েছেন।
গত কয়েক দিন ধরে গোপনে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫০ জন গরিব অসহায় পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় প্রত্যেককে খাাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, ছোলা, লবণসহ বিভিন্ন খাদ্রসামগ্রী দেওয়া হয়।
এ ছাড়াও নারায়ণগঞ্জ, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা পাটগ্রাম এসেছেন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে দিন-রাত কাজ করেছেন তিনি। তার নেতৃত্বে পাটগ্রাম থানা পুলিশ করোনাভাইরাস সচেতনতা সম্পর্কে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত প্রচার-প্রচারণা করছেন।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, করোনাভাইরাসের প্রভাবে অসহায় মানুষগুলো চরম বিপাকে পড়েছে। তাই দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমার বেতনের টাকায় ৫০ জন অসহায় গরিব মানুষের মাঝে কয়েক দিনের খাদ্যের ব্যবস্থা করেছি। তার দেওয়া খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশিতে আত্নহারা উপকার ভোগীগন।
আগামীনিউজ/তামিম