Dr. Neem on Daraz
Victory Day

চিকিৎসক-নার্স করোনায় আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা


আগামী নিউজ | হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২০, ০৯:০৭ এএম
চিকিৎসক-নার্স করোনায় আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা

হবিগঞ্জ: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মরণঘাতী করোনায় আক্রান্ত হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কোয়ারেন্টিনে রাখা হয়েছে সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে হাসপাতালটির এক চিকিৎসক ও আরেক স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ এলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. মোজাম্মেল হোসেন। এর আগে দুই নার্স ও এক চিকিৎসক আক্রান্ত হলে গত ২১ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে