Dr. Neem on Daraz
Victory Day

শিবচরে এবার নারী চিকিৎসক ও তার শিশুকন্যা করোনায় আক্রান্ত


আগামী নিউজ | মাদারীপুর প্রতিনিথি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ১০:০১ পিএম
শিবচরে এবার নারী চিকিৎসক ও তার শিশুকন্যা করোনায় আক্রান্ত

দেশের প্রথম লকডাউন হওয়া মাদারীপুরের শিবচর উপজেলায় এক নারী চিকিৎসক ও তার শিশুকন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শিবচরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৭ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক ও তার সাত বছরের শিশুকন্যা। এর আগে তার ডাক্তার স্বামী করোনা আক্রান্ত হয়ে থাকেন।

তিনি চিকিৎসক স্ত্রীর কাছে নারায়নগঞ্জ থেকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর’স কোয়াটারে বেড়াতে এসেছিলেন। বর্তমানে সে ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডক্টর’স কোয়াটার লকডাউন করে ওই ভবনে বাস করা চার চিকিৎসক পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

উল্লেখ্য, শিবচর উপজেলাকে দেশের প্রথম লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে এখন এ পর্যন্ত চিকিৎসকসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন, ২ জন সুস্থ ও বাকিরা আইসোলেশনে রয়েছেন। 

আগামী নিউজ/ মাসুদ রেজা/ তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে