Dr. Neem on Daraz
Victory Day

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ


আগামী নিউজ | নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ০৫:২৩ পিএম
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রেখে অবরোধ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভ চত্বরে শনিবার সকাল ১০ টা থেকে দুই ঘন্টা ব্যাপী এই অবরোধ কর্মসূচি পালন করে তারা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

অবরোধকারী শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপার এলাকায় ডিডিএল গার্মেন্টসে প্রায় আড়াই শ’ শ্রমিক কাজ করে। তাদের মার্চ ও এপ্রিল মাসের বেতন না দিয়ে কারখানা লকডাউন করা হয়েছে। আর শ্রমিকরা পড়েছে আর্থিক সংকটে। তারা ঘর ভাড়া দিতে পারছে না। চরম সংকটে পড়েছে খাদ্য দ্র্রব্যের। আবার সামনে আসছে রমজান মাস। উদ্ভুত পরিস্থিতিতে শ্রমিকরা এখন দিশেহারা। তাই অবিলম্বে বেতন পরিশোধ করার জোর দাবি জানান তারা।

বেলা ১২টার দিকে কোন রকম আশ্বাস ছাড়াই পুলিশ এসে সড়ক থেকে সরিয়ে দেয় শ্রমিকদের। পরে তারা শহীদ মিনার চত্বরে গিয়ে বসে থাকে।

আগামী নিউজ/মোক্তার/ তাওসিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে