Dr. Neem on Daraz
Victory Day

কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা খুন, মেয়ে আহত


আগামী নিউজ | গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ০৪:৫৬ পিএম
কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা খুন, মেয়ে আহত

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা শাহজাহান (৪০) নিহত ও তার মেয়ে আহত হয়েছে। সে কাপাসিয়া উপজেলার বারিষাবো ইউনিয়নের ধামুয়ারচালা এলাকার আব্দুল মান্নান ওরফে মনু’র ছেলে।

শুক্রবার সন্ধ্যার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

কাপাসিয়ার বারিষাবো ইউপি সদস্য সেলিম ও নিহতের বাবা আব্দুল মান্নান জানান, উপজেলার বারিষাবো ইউনিয়নের ধামুয়ারচালা এলাকার শাহজাহানের সঙ্গে জমি নিয়ে তার চাচাতো ভাতিজা রমজান, রফিকুল ও রবি’র বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশী বৈঠক হলেও সমাধান হয়’নি। শুক্রবার বিকেলে শাহজাহান বাড়ির পার্শ্ববর্তী ওই বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যায়। এসময় ভাতিজা রমজান, রফিকুল ও রবি দা, শাবল ও লাঠি নিয়ে শাহজাহানকে বাঁধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে তারা শাহজাহানের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে।

তাদের হামলায় শাহজাহান মাটিতে লুটিয়ে পড়ে। এসময় বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা শাহজাহানের কিশোরী মেয়ে তানজিলার (১৪) উপরও হামলা চালিয়ে মারধর করে। আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত শাহজাহান ও তার মেয়েকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর শাহজাহান মারা যায়। তার মাথা, বুক, পেট ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। খুনের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

আগামী নিউজ/মোক্তার/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে