Dr. Neem on Daraz
Victory Day

বৈশাখের দ্বিতীয় দিনে সিলেটে কালবৈশাখীর প্রভাব


আগামী নিউজ | সিলেট প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২০, ১১:৪৬ পিএম
বৈশাখের দ্বিতীয় দিনে সিলেটে কালবৈশাখীর প্রভাব

কালবৈশাখীর প্রভাবে সিলেট মহানগরী ও আশেপাশের উপজেলার আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। মেঘে ঢাকা পড়ে দিনের আলো। দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার নেমে আসে। সেই সাথে শুরু হয় প্রচণ্ড বেগে বাতাস। এতে নগরীর রাস্তাঘাটে বিভিন্ন কাজে থাকা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। এদিকে বাতাস শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করলে ধুলো বালিতে একাকার হয়ে যায়। পথচারীরা খুব দ্রুতই গন্তব্যের দিকে ছুটে যান। রাস্তায় থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপদ দুরত্বে অবস্থান নেন। তবে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ট মানুষকে কিছুটা স্বস্তিও দিয়েছে এই বাতাস।

এদিকে বৈশাখের দ্বিতীয় দিনে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস।

আগামী নিউজ/ হাফিজুল/ তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে