Dr. Neem on Daraz
Victory Day

রাজীবপুরে ফোন করলেই ঘরে পৌঁছে যাচ্ছে খাদ্যসামগ্রী


আগামী নিউজ | রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২০, ০৯:৪৮ পিএম
রাজীবপুরে ফোন করলেই ঘরে পৌঁছে যাচ্ছে খাদ্যসামগ্রী

রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। তার মুঠোফোন নম্বরে কেউ ফোন করলেই ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী।    

গত ১১এপ্রিল থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় পরিবার গুলোর বাড়িতে ভ্যানে করে নিজেই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।  

চেয়ারম্যান কামরুল আলম বাদল রাজীবপুর ইউনিয়নের জনসাধারণের উদ্দেশ্য বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পরা প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে আপনারা ঘরে থাকুন।আমার ইউনিয়নে কেউ না খেয়ে কষ্ট পাবে না।সরকারের পাশাপাশি ব্যাক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।যা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি ।

গত ৪ দিনে প্রায় শতাধিক পরিবারের মাঝে চাল ডাল, তেল,আলু,শিশুখাদ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেছেন।এছাড়াও তার ব্যাক্তিগত মুঠোফোন নম্বরে যে কেউ ফোন করলেই ঠিকানা অনুয়ায়ী সাধ্যমত খাদ্য সামগ্রী  পৌছে দেওয়া হবে।            


আগামী নিউজ/ রুহুল সরকার/ তাওসিফ 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে