Dr. Neem on Daraz
Victory Day

কালকিনিতে করোনা রোগী শনাক্তে উপজেলা লকডাউন ঘোষণা


আগামী নিউজ | মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২০, ০৯:১৬ পিএম
কালকিনিতে করোনা রোগী শনাক্তে উপজেলা লকডাউন ঘোষণা

মাদারীপুরের কালকিনি ও রাজৈর উপজেলাটি লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। করোনা রোগী শনাক্ত হওয়ায় কালকিনি ও রাজৈর উপজেলায় এ লকডাউন ঘোষণা। এছাড়া গত ১৯ মার্চ শিবচর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছিল। বর্তমানে মাদারীপুরে করোনা রোগী শনাক্তের মোট সংখ্যা ১৮ জন।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, গতকাল মাদারীপুর জেলার কালকিনি ও রাজৈর উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুরে করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা কালকিনি ও রাজৈর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছি। কমিটির সভায় আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে সকাল ১১টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে এবং নির্দেশনা মোতাবেক দূরত্ব বজায় রেখে বাজারে অবস্থান করতে হবে। এছাড়া প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি ঘরের বাহিরে বের হতে পারবে না।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুরে এ পর্যন্ত ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শিবচর উপজেলায় ১৫ জন, সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় একজন করে। সর্বশেষ মাদারীপুর জেলায় আক্রান্ত পাঁচজনের মধ্যে নারায়নগঞ্জ থেকে আসা তিনজন।
 
অপরদিকে, কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের ডাসার থানার ইউপি সদস্য উত্তম কুমার বিশ্বাসকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চালসহ ডাসার থানা পুলিশ আটক করেছে। এছাড়া রাজৈর থানা পুলিশ রাজৈর উপজেলা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা চাল উদ্ধার করে থাকে।


আগামী নিউজ/ মাসুদ রেজা/ তামিম 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে