গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জে ফেরা আরও ৯৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অপরদিকে কোয়ারেন্টিন শেষ হওয়ায় দু’জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।
তিনি জানান, সিরাজগঞ্জে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরা ৯৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ৫২ জন সিরাজগঞ্জ সদর উপজেলার। এছাড়া বেলকুচিতে ২০ জন, উল্লাপাড়ায় ১৬ জন ও কাজিপুর উপজেলায় রয়েছেন ৮ জন। অপরদিকে ১৪ দিনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষে করোনার কোনো লক্ষণ না থাকায় কাজিপুর উপজেলার দু’জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, জেলায় সর্বমোট ৮৩২ জনকে কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছিল। এদের মধ্যে ৫৫৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ২৭৪ জন।
তিনি আরও জানান, করোনার প্রাথমিক উপসর্গ থাকায় ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল।
এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তাড়াশের পোশাক শ্রমিকসহ ১২ জনের প্রতিবেদন কয়েক দফায় এসেছে। এদের সবার শরীরে করোনা নেগেটিভ এসেছে। অন্য ২৩ জনের প্রতিবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
আগামী নিউজ/ তাওসিফ