চট্টগ্রামের বোয়ালখালীতে দুই পরিবারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) তাদের এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন।
ওই দুই পরিবার পৌরসভার হাজারিচর ও শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরা এলাকার বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান, ওই দুই পরিবারের সদস্যরা নগরের দামপাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রতিবেশী ও সহকর্মী। তারা শহরের বাসা ছেড়ে গ্রামের বাড়ি এসে ঘোরাঘুরি করছিলেন।
‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুই পরিবারকে হোম কোয়ারেন্টিন পালনের নির্দেশনা দিই। তাদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিই।’ যোগ করেন ইউএনও আছিয়া খাতুন।
আগামীনিউজ/তামিম