Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় আটকা পড়া বৃদ্ধা ১০ দিন পর বাড়ি ফিরলেন 


আগামী নিউজ | বগুড়া প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩, ২০২০, ০৪:০৭ পিএম
বগুড়ায় আটকা পড়া বৃদ্ধা ১০ দিন পর বাড়ি ফিরলেন 

বগুড়ার সান্তাহারে আটকা পড়া ফতেমা বেগম (৭০) ১০দিন পর অবশেষে বড়ি ফিরলেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফাতেমা বেগমের ছেলে দেলোয়ার হোসেন, ভাতিজা গোলাম কিবরিয়া ও যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা একটি মাইক্রোবাস ভাড়া করে সান্তাহারে আসেন। পরে দুপুর ১টার দিকে তারা ফাতেমাকে নিয়ে যশোরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

এ সময় সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, প্যানেল মেয়র মজিবুর রহমান, সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সান্তাহার পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন বলেন, বৃদ্ধা মহিলা গত ২৬ মার্চ সান্তাহার স্টেশনে কান্নাকাটি করছিল। পরে তাকে রেল স্টেশনের টিকিট কাউন্টারে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। পরে মঙ্গলবার (৩১মার্চ) সকালে সান্তাহার পৌরসভার একটি ঘরে রাখা হয়। তাকে দেখভালের জন্য পৌরসভার এক পিয়নকে দায়িত্ব দেয়া হয়েছিল।

এরপর বুধবার (১ এপ্রিল) যশোর সদর থানার মাধ্যমে যোগাযোগ করে ওই বৃদ্ধার পরিবারের সঙ্গে কথা হয়। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না থাকায় তারা আসতে পারছিলেন না। শুক্রবার বৃদ্ধার ছেলে দেলোয়ার হোসেন ও ভাতিজা গোলাম কিবরিয়া মাইক্রোবাস ভাড়া করে সান্তাহারে আসেন। এরপর তাদের হাতে বৃদ্ধা ফাতেমাকে তুলে দেয়া হয়।

উল্লেখ্য, ২৫ মার্চ বৃদ্ধা ফাতেমা বেগম ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ভুল করে উত্তরাঞ্চলের ট্রেনে উঠে ওই দিন সন্ধ্যায় সান্তাহার স্টেশনে এসে নামেন। করোনার প্রভাবে ২৬ তারিখ থেকে গণপরিবহন বন্ধ হয়ে পড়ে। ফলে তিনি আর কোথাও যেতে না পেরে সান্তাহার স্টেশনে অপেক্ষা করেন। এক সময় ভয় পেয়ে কান্নাকাটি শুরু করেন। পরে সান্তাহার স্টেশনের টিকিট কাউন্টারে তার আশ্রয় মেলে। তার বাড়ি যশোর জেলা শহরের শংগরপুর গোলপাতা মসজিদের পাশে। স্বামী মৃত শেখ খলিল মিয়া। তার তিন মেয়ে ও এক ছেলে। ছেলে দেলোয়ার হোসেন ভাঙারি ব্যবসায়ী।

আগামী নিউজ/ তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে