Dr. Neem on Daraz
Victory Day

বেড়ায় ৬৫ পরিযায়ী পাখি উদ্ধার, পরে অবমুক্ত


আগামী নিউজ | পাবনা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২০, ০৯:১৪ এএম
বেড়ায় ৬৫ পরিযায়ী পাখি উদ্ধার, পরে অবমুক্ত

পাবনা : জেলার বেড়া উপজেলা থেকে ৬৫ টি পরিযায়ী পাখি উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত পাখিগুলোকে কাজিহাট যমুনা নদীর চরে অবমুক্ত করা হয়।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার নয়াবাড়ীতে অভিযান চালিয়ে এই পাখিগুলো উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

অভিযানে আট প্রজাতির  মোট ৬৫ টি পরিযায়ী পাখি জব্দ করা হয়। এর মধ্য সরালি ১০ টি, কালিম ২৫ টি, চখাচখি ১৫ টি, বালিহাঁস ৪ টি, ডুবুরি ৩ টি, ময়না ১ টি, টিয়া ৪টি ও ৭টি শালিক পাখি ছিল। 

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিকের নেতৃত্বে এবং পাবনা সামাজিক বন বিভাগ, বেড়া উপজেলা প্রশাসন  ও স্থানীয় সংগঠন দি র্বাড সেফটি হাউসের প্রতিষ্ঠাতা মামুন বিশ্বাসের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

পাখি উদ্ধারের ঘটনায় লিটন নামে একজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী লিটনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে