Dr. Neem on Daraz
Victory Day

হাতির আক্রমনে ২ বছরের শিশুর মৃত্যু


আগামী নিউজ | চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২০, ১০:৫২ এএম
হাতির আক্রমনে ২ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড় থেকে নেমে লোকালয়ে ঢুকে পড়ে হাতি।  হাতির এই আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের মধ্যম করলডেঙ্গা গ্রামের বড়টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মো. আকিব (২)। সে ওই গ্রামের শামশুল আলমের ছেলে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, আকিবকে নিয়ে তার বাবা-মা বাড়ির পাশে ওরশ থেকে ফিরছিল। রাস্তায় তারা একটি হাতির আক্রমণের মুখে পড়ে। এতে ঘটনাস্থলেই আকিবের মৃত্যু হয়। তার বাবাও আহত হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছে, করলডেঙ্গা পাহাড় থেকে গত (শুক্রবার) রাতে হাতিটি লোকালয়ে ঢুকে পড়ে। সেটি এ মুহূর্তে করলডেঙ্গায় বু'আলী কালান্দর শাহ মাজারের পাশে লুধি সিকদার পাড়ায় অবস্থান করছে।

তবে একসঙ্গে কয়েকটি হাতি লোকালয়ে এলেও এই হাতিটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্যগুলো আবারও পাহাড়ে ফিরে গেছে বলে ধারণা স্থানীয়দের।

 

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে