Dr. Neem on Daraz
Victory Day

করোনা আতঙ্কে ভারতীয় নাগরিককে ফেরত


আগামী নিউজ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ০৪:৩১ পিএম
করোনা আতঙ্কে ভারতীয় নাগরিককে ফেরত

করোনাভাইরাস আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ঢুকতে চাওয়া সুভাস সরকার (৩০) নামে এক ভারতীয় নাগরকিকে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাকে ফেরত পাঠান চেকপোস্টের মেডিকেল ডেস্কের সদস্যরা।

সুভার সরকার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের ভুবন-মধ্যনগর এলাকার বাসিন্দা। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার রামধরনগর গ্রামে তার আত্মীয়ের বাড়িতে যেতে চেয়েছিলেন।

সুভাষের শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাকে বাংলাদেশ ঢুকতে দেয়া হয়নি বলে জানিয়েছেন মেডিকেল ডেস্কের চিকিৎসক ফাবিহা সিদ্দিকী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকালে আগরতলা থেকে সুভাষ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বাংলাদেশে ইমিগ্রেশনের মুখোমুখি হওয়ার আগেই দুই দেশের সীমান্তের শূন্যরেখায় থাকা মেডিকেল ডেস্কে তার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। প্রথমবার তাপমাত্রা ছিল ৯৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাকে সেখানেই পর্যবেক্ষণে রাখা হয়। ৩০মিনিট পর আবারো তাপমাত্রা পরীক্ষা করলে ১০১ ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়।

মেডিকেল ডেস্কের চিকিৎসক ফাবিহা সিদ্দিকী বলেন, শরীরের তাপমাত্রার পাশাপাশি পালসও (নাড়ি স্পন্দন) অনেক বেশি ছিল। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন গত ৫ মার্চ বুকে জ্বালা-পোড়া সংক্রান্ত সমস্যা নিয়ে তিনি ভারতের এক চিকিৎসককে দেখিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম জানান, পর্যবেক্ষণে রেখে দুইবার পরীক্ষা করে শরীরের তাপমাত্রা বেশি পাওয়ায় তাকে বাংলাদেশে ঢুকতে না দিয়ে দুপুরে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে বাংলাদেশে আসার পরামর্শ দেয়া হয়েছে।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে