Dr. Neem on Daraz
Victory Day

গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ


আগামী নিউজ | রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ০৪:১০ পিএম
গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল বেলা ১১ টায় জেলা নির্বাচন অফিসারের সভা কক্ষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান এ প্রতীক বরাদ্দ দেন।

এ সময় আওয়ামী লীগ মনোনীত মো. মোস্তফা মুন্সিকে নৌকা, বিএনপি মনোনিত মাহবুবুল আলম শাহিনকে ধানের শীষ ও সতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম মন্ডলকে ঘোড়া প্রতীক দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. মোস্তফা মুন্সি, বিএনপি মনোনিত প্রার্থী মাহবুবুল আলম শাহিন ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও দলীয় নেতাকর্মীরা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এতে মোট ভোটার ৯১ হাজার ৫৪৪ জন। এরমধ্যে ৪৫ হাজার ৫০০ মহিলা ও ৪৬ হাজার ৪৪ জন পুরুষ ভোটার। প্রার্থীরা দাবি করেন আসন্ন নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও সুন্দর হয় সেদিকে প্রশাসনের প্রতি আবেদন জানান। মানুষ যেনো ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান প্রশাসনের প্রতি। 

উল্লেখ্য, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত হয়। নির্বাচিত চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম গত ১৭ অক্টোবর হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করলে উপজেলায় উপ-নির্বাচনের পক্রিয়া শুরু হয়।

আগামীনিউজ/জাহাঙ্গীর/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে