Dr. Neem on Daraz
Victory Day

মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদা দাবি, গ্রেফতার ৩


আগামী নিউজ | চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৭, ২০২০, ০৩:০৩ পিএম
মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদা দাবি, গ্রেফতার ৩

নন্দনকাননে এক স্থপতির কাছে মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার হয়েছে ৩ চাঁদাবাজ।

গ্রেফতারকৃতরা হলো - শেখ রিয়াজ আহম্মেদ প্রকাশ রাজু (৪০), শাহজাহান (৪৫), বাটুল বড়ুয়া প্রকাশ ডানো (৩৮)।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, শুক্রবার (৬ মার্চ) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর নামে চাঁদাবাজরা নন্দনকানন সানমার বিল্ডিং সংলগ্ন থ্রিএ হোম স্কেচ প্রতিষ্ঠানে গিয়ে গত ২ মার্চ স্থপতি প্রণত মিত্র চৌধুরীর কাছে মুজিববর্ষ উদযাপনের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এরপর ৬ মার্চ বিকাল ৪টার দিকে পুনরায় অফিসে গিয়ে প্রতিষ্ঠান মালিককে খোঁজাখুঁজি করে চাঁদার টাকা পরিশোধের তাগিদ দেয়।

এসময় পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থল থেকে ২ জনকে ও পরে আরেকজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় লিটন (৩৫) ও চান্দু প্রকাশ রনি (৪০) নামের দুই চাঁদাবাজ। এ ঘটনায় থ্রিএ হোম স্কেচ এর অফিস সহকারী মধুসূদন দাশ কোতোয়ালি থানায় মামলা করেছেন।

এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির এসআই মৃণাল কান্তি মজুমদার জানান, মুজিববর্ষ উদযাপনের নামে ২০ হাজার টাকা চাঁদা দাবির কথা স্বীকার করেছে চাঁদাবাজরা। জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ৪ মাস ধরে স্বপ্নচূড়া ও একতা যুব সংঘের নামে আগ্রাবাদ, নন্দনকানন ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান হতে চাঁদা উত্তোলন করেছে। ঘটনাস্থল থেকে ২ জনকে আটকের পর তাদের স্বীকারোক্তি মতে ৬ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে নন্দনকানন জে কে টাওয়ারের ৯ম তলা হতে বাটুল বড়ুয়া প্রকাশ ডানোকে আটক করা হয়। তার হেফাজতে থাকা চাঁদা আদায়ে ব্যবহৃত ‘স্বপ্নচূড়া ও একতা যুব সংঘ’ নামের প্যাড জব্দ করা হয়েছে।

গ্রেফতার ৩ চাঁদাবাজকে শনিবার (৭ মার্চ) কারাগারে পাঠানো হচ্ছে এবং পলাতক আসামি লিটন ও চান্দু প্রকাশ রনিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে