Dr. Neem on Daraz
Victory Day

ঝালকাঠিতে ভুয়া চিকিৎসক আটক


আগামী নিউজ | ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ১০:৫০ এএম
ঝালকাঠিতে ভুয়া চিকিৎসক আটক

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)নিবন্ধনকৃত না হয়ে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দেয়ার অপরাধে আবু মোহাম্মদ জুবায়ের ইমরান (২৬) নামের এক চিকিৎসককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৪মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার এ দণ্ড প্রদান করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবুল খায়ের মাহমুদ উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ডাক্তার হলেন, বরগুনা জেলার বেতাগীর থানার বেতমোর এলাকার মো. সেকান্দার আলীর ছেলে আবু মোহাম্মদ জুবায়ের ইমরান।

জানাগেছে, চিকিৎসক ইমরান চায়না থেকে এমবিবিএস পাশ করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর রেজিস্ট্রেশন না থাকায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

আগামীনিউজ/সাইদুল/মাসুম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে