Dr. Neem on Daraz
Victory Day

বেপরোয়া ট্রাক কেড়ে নিল পুলিশের প্রাণ


আগামী নিউজ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ১০:১৬ এএম
বেপরোয়া ট্রাক কেড়ে নিল পুলিশের প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া : জেলার আশুগঞ্জে ট্রাকচাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, রাতে উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামসহ সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও চালক আবুল কালাম পুলিশ ভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) রনপাহাড়ায় আশুগঞ্জ টোলপ্লাজা থেকে বড়ইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন। প্রকৃতির ডাকে সাড়া দিতে ভোরে তিনি ওই মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশের একটি মসজিদে যাচ্ছিলেন। পথে মহাসড়ক পার হওয়ার সময় পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সৈয়দ হোসেন মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আটকের জন্য চেষ্টা চলছে।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে