Dr. Neem on Daraz
Victory Day

কক্সবাজারে সাত ডাকাত নিহতের ঘটনায় ৩টি মামলা


আগামী নিউজ | কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২০, ০৫:২৫ পিএম
কক্সবাজারে সাত ডাকাত নিহতের ঘটনায় ৩টি মামলা

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ মার্চ) দিনগত রাতে র‌্যাব বাদী হয়ে টেকনাফ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করেন। মামলার নম্বর গুলো হল, ১৪, ১৫ ও ১৬।

তাদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিচেষ্টা, সরকারি কাজে বাধাদান ও হত্যাকাণ্ডের ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, র‌্যাবের দায়ের করা মামলায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিহতদের মরদেহ ময়নাতদন্ত চলছে।

এরপর যাদের পরিচয় শনাক্ত হয়েছে তাদের মরদেহ স্বজনদের ও যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান টেকনাফ থানার ওসি।

আগামীনিউজ/রাকিব

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে