বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থীদের স্বর্ণপদক দেয়া হয়। এ বছর দেশের ৩৬ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী ১৭২ শিক্ষার্থীকে (৮৮ জন ছাত্রী ও ৮৪ জন ছাত্র) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দেয়া হয়।
বুধবার (২৭ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার সন্তান ও রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইন্জিনিয়ারিং এর ছাত্র সোয়েব সোসাইন প্রধান মন্ত্রী স্বর্ণপদক পেয়েছে।
সে ওই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগে ২০১৮ সালে সর্বোচ্চ সিজিপিএ(৩.৬৯) অর্জন করায় সম্মানজনক এই পুরষ্কার পায়।
সোয়াইব হোসেন রানা কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা নটান পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল অদুদ মন্ডল এর ছেলে।
বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএইচএম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, রেজিস্টার(ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আজিজুর রহমান আবির, লোক প্রশাসন বিভাগের পরীক্ষা কমিটির প্রধান সঞ্জয় কুমার, শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাদা আহসান হাবীব প্রমুখ।
সোয়েবের এই সম্মানজনক পুরষ্কার পাওয়ায় খবরে খুশি রৌমারী উপজেলার সুধী জনেরা। রৌমারী উপজেলার সিজিজামান সরকারী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু হোরায়রা বলেন, সোয়েবের এই অর্জন আমাদের এলাকার মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।
আগামীনিউজ/রহুল/তামিম