নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার এক পুকুর পাড় থেকে ১৭-১৮দিন বয়সী এক ছেলে নবজাতক উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বর্তমানে নবজাতকটি স্থানীয় সাংবাদিক ফিরোজ উদ্দিনের হেফাজতে রয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হাতিয়া পৌরসভার চরকৈলাস মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার বিটুর বাড়ির পুকুর পাড় থেকে নবজাতকটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার বিটুর বাড়ির পুকুরে গোসল করতে এসে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় এক গৃহবধূ। একটু এগিয়ে গিয়ে পুকুর পাড়ে নবজাতকটি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয় লোকজন নবজাতকটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খাদিজা জানান, বাচ্চাটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ভালো আছে সে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, অজ্ঞাত কোন ব্যক্তি গোপনে পুকুর পাড়ে নবজাতকটি রেখে গেছে। স্থানীয় সাংবাদিক ফিরোজ উদ্দিন নবজাতকের দায়িত্ব নিয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগামীনিউজ/রিয়াদ/তামিম