Dr. Neem on Daraz
Victory Day

পাকুন্দিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে বাজারে ডাকাতি


আগামী নিউজ | কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০, ০৯:৪৪ পিএম
পাকুন্দিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে বাজারে ডাকাতি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের পৌর এলাকার আলু স্টোর বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ সময় সংঘবদ্ধ ডাকাতদল তিন নৈশ প্রহরীকে গাচের সঙ্গে বেঁধে আটটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নগদ অর্থসহ ১০লাখ  টাকার মালামাল গাড়িতে তুলে নিয়ে যায়।  

জানা গেছে, রবিবার গভীর রাতে কোনো এক সময় ওই বাজারে  হানা দিয়ে প্রথমে কাপড় দিয়ে পাহারারত দুলাল মিয়া, সুজন মিয়া ও আফাজ উদ্দিন নামের  তিন নৈশ প্রহরীর মুখ পেচিয়ে তাদের পেছনের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে।

তারপর এক এক করে দু'টি ফার্মেসি, একটি আরএফএল কোম্পানির ইলেকট্রনিক সামগ্রীর এজেন্টের দোকানসহ দু'টি ইলেকট্রনিক সামগ্রীর দোকান, দু'টি মুদি দোকান, একটি স্টেশনারি দোকান ও একটি জুতার দোকানসহ আটটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নগদ অর্থ ও বিপুল পরিমাণ মালামাল লুট করে গাড়িতে তুলে নিয়ে যায়।

ফজরের নামাজের সময় এক ব্যবসায়ী বের হয়ে তিন নৈশ প্রহরীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখে এ ঘটনা আঁচ করতে পেরে অন্যান্যদের খবর দেন। পরে পুলিশে খবর দেয়।   

এ ব্যাপারে কথা হলে পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং  ঘটনাটি তদন্তের পাশাপাশি জড়িতদের আটকসহ লুটে নেয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

আগামী নিউজ/এসকেআর/টিএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে