Dr. Neem on Daraz
Victory Day

উত্তরাঞ্চল শৈত্যপ্রবাহ অব্যাহত


আগামী নিউজ | মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০, ০৭:৪৯ পিএম
উত্তরাঞ্চল শৈত্যপ্রবাহ অব্যাহত

মাঘ মাস শেষ হতে চলছে। তবুও যেন শীত কমছে না। দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।  সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন রাতে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সন্দ্বীপ, কুমিল্লা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলসহ ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আগামী নিউজ/টিএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে