Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে আগুনে পুড়ল ১৭টি সিএনজি অটোরিকশা


আগামী নিউজ | চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ১১:৫৭ এএম
চট্টগ্রামে আগুনে পুড়ল ১৭টি সিএনজি অটোরিকশা

চট্টগ্রাম : নগরের হালিশহর তালতলা এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি সিএনজি অটোরিকশা ও বেশকিছু মোটরসাইকেল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মো. মোরশেদ জানান, তালতলা মোড়ে আলী আকবর হোসেনের মালিকানাধীন গ্যারেজে আগুন লাগে। এতে ১৭টি সিএনজি অটোরিকশা ও বেশকিছু মোটরসাইকেল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা সৈয়দ মো. মোরশেদ।

আগামীনিউজ/ হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে