Dr. Neem on Daraz
Victory Day

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০১:১৫ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ছবি: আগামী নিউজ

ফরিদপুরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -১ আসনে মধুখালী উপজেলায় দুপুর ১টা পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হয়েছে এবং কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো  ছিল। কেন্দ্রের বাইরে সকল প্রতীকের অনেক সমর্থক দেখা গেলেও একতারা ও লাঙ্গল প্রতীকের সমর্থক দেখা যায়নি।

মধুখালী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায়, অধিকাংশ কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো দেখা গেছে। কেন্দ্রের বাইরেও বহু মানুষ দেখা যাচ্ছে।

ভোটকেন্দ্র ঘুরে আমাদের প্রতিনিধি বলেন, 'আমি ১০ টি কেন্দ্র ঘুরেছি। সব জায়গায় ভোটার উপস্থিতি কম ছিল। তেমন কোনো সমস্যা চোখে পড়েনি। কামারখালী ইউনিয়নে ০৪টি কেন্দ্র ঘুরেও একই তথ্য জানা যায়। তারা বলেন, এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা চোখে পড়েনি।

কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর একটার মধ্যেই প্রায় ৩০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাগাট উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার মোঃ সিরাজুল ইসলাম জানান তার কেন্দ্রে মোট ভোটার ২৮০০ এর মধ্যে দুপুর ১ টা পর্যন্ত ২৪ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

 

সালেহীন সোয়াদ/এসআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে