Dr. Neem on Daraz
Victory Day

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, আটক ইউপি সদস্য


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৫:৪০ পিএম
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, আটক ইউপি সদস্য

রাজবাড়ীঃ রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের প্রচারে বাধা দেওয়ায় জাকির হোসেন হিরু নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ।

 

আজ বুধবার দুপুর আড়াইটায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা চালানোর সময় জাকির হোসেন তাদের বাধা দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। 

 

জাকির হোসেন হিরু কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। 

 

স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, দুপুরে রতনদিয়া এলাকায় ভ্যানগাড়িতে করে মাইকে আমার নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল। এ সময় ইউপি সদস্য জাকির হোসেন হিরো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমের পক্ষ নিয়ে আমার প্রচার মাইক বন্ধ করে প্রচারণায় বাধা দেয়।

 

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচনী প্রচারে বাঁধা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়ে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তাকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

 

মিঠুন গোস্বামী/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে