টাঙ্গাইলঃ টাঙ্গাইল-৫ আসনে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্রপ্রার্থী এডভোকেট খন্দকার আহসান হাবিব। দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানিয়ে গতকাল শহরের কিছুক্ষণ হোটেলের দ্বিতীয় তলায় মতবিনিময় করেন তিনি।
বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা আহসান হাবিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র তুলেছেন। ১৯ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছেন। খন্দকার আহসান হাবিবসহ কয়েকজন ব্যক্তি ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের’ ব্যানারে ১৫ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ওই দিনই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি থেকে আহসান হাবিব ও ব্যারিস্টার ফখরুল ইসলামকে বহিষ্কার করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিবের বাড়ি টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায়। তিনি ১৯৯৩ সালে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।
মতবিনিময়কালে তিনি বলেন, সকল বিষয় চিন্তা ভাবনা করে মনোনয়ন কিনেছি। জনগনের সতষ্ফুর্ত সাপোর্টের কারণে মাঠে নেমেছি। আমি সকল শ্রেণি পেশার লোকজন নিয়ে কাজ করতে চাই। আশাকরি সাংবাদিকরা আমাকে সব সময় সহযোগিতা করবে।
মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রার্থীর সহযোগিরা।
শফিকুজ্জামান খান মোস্তফা/এমআইসি