Dr. Neem on Daraz
Victory Day

খোকসা এনআরপিসি ব্যাংক (উপশাখা) নিরাপত্তা কর্মীর মৃত্যুদেহ উদ্ধার


আগামী নিউজ | কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৬:৫৫ পিএম
খোকসা এনআরপিসি ব্যাংক (উপশাখা) নিরাপত্তা কর্মীর মৃত্যুদেহ উদ্ধার

কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার এনআরবিসি ব্যাংকের উপসাগার নিরাপত্তা কর্মী হামিদুল হক মামুনের মৃতদেহ উদ্ধার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। 

পরে থানা পুলিশকে অভিহিত করলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত গৌতম কুমার ঠাকুর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। 

 

মৃত হামিদুল হক মামুন খোকসা থানাপাড়া ৬ নং ওয়ার্ডের মৃত জহুরুল হকের ছেলে। 

মৃত হামিদুল হক মামুনের ভাই হাফিজুল হক জানান, বেশ কিছুদিন আগে তিনি স্টকজনিত কারণে বেশ অসুস্থ জীবন যাপন করছিলেন। তিনি ভারতেও একটি বিশেষজ্ঞ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বলেও জানান স্ত্রী রোজিনা খাতুন। 

মৃত হামিদুল হক মামুনের দুই সন্তানের জনক। তার বড় ছেলে মনির ঢাকা মিরপুর বাংলা কলেজের অধ্যায়ন করেন। অপর সন্তান মুন্নু খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র। 

পৌরসভার পরশমনি মার্কেটের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংকের ২০২১ সালের ৯ জুন উপশাখা হিসেবে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ব্যাংকটি সুনামের সাথে স্থানীয় ব্যবসায়ীদের সাথে ব্যাপক লেনদেন এবং তার সফলতা দেখিয়ে যাচ্ছেন। 

গত  ২০২২ সালের ২২ মে সিকিউরিটি গার্ড হিসাবে হামিদুল হক মামুন যোগদান করেন এই ব্যাংকে। যোগদানের পর থেকেই তিনি বেশ অসুস্থতার জীবনযাপন করছিলেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকালে তিনি দায়িত্ব বুঝে নেন রাতের কোনো এক সময় নিজের স্বয়ং কক্ষে মৃত্যু বারণ করেছে বলে ধারনা করা হচ্ছে। 

 

এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) গৌতম কুমার ঠাকুর জানান, সকাল ১১ টার সময় ফোনের মাধ্যমে জানতে পেরেছি একজন মৃত ব্যক্তি এনআরপিসি ব্যাংকের মধ্যে আছে। আমরা লাশ টি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। কি কারণে মৃত বরণ করেছে তা জানতে মরা তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। 

 

হুমায়ুন কবির/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে