Dr. Neem on Daraz
Victory Day

প্যান্টের কোমড়ে মিলল ৬ সোনার বার


আগামী নিউজ | বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০৯:৩২ এএম
প্যান্টের কোমড়ে মিলল ৬ সোনার বার

যশোরঃ যশোরের চৌগাছা থানার লক্ষীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ টি সোনার বার জব্দসহ মোঃ নাঈম (১৮) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি  টহলদল।

 

আটককৃত মোঃ নাঈম (১৮) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার সিঙ্গাইর গ্রামের উজ্জল হোসেনের ছেলে।

 

বিজিবি জানায়, বৃহষ্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন চোরাকারবারী কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ হতে সোনা ভারতে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ( বিজিবি) এর একটি টহলদল তৎক্ষনাত কপোতাক্ষ নদের তীরে ফাঁদ পেতে থাকে। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে  এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেলে টহলদল কর্তৃক তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশীর এক পর্যায়ে উক্ত ব্যক্তির প্যান্টের কোমড়ের ভিতরে সেলাই করা অবস্থায় রাখা ৬টি সোনার বার উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৭০ লাখ টাকা।

 

যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল

বলেন, সীমান্তে বিজিবি এর টহল অত্যন্ত জোরদার অবস্থায় রয়েছে, যার কারনে সীমান্তে অজ্ঞাত ও অবৈধ ভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই সোনার বার উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

সোনা পাচার আইনে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে চৌগাছা থানায় এবং জব্দকৃত সোনা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান। 

 

মনির হোসেন/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে