ফরিদপুরঃ ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৪ জনে। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৯ জন।
মৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালী উপজেলার বাঘাবাড়ী গ্রামের কালিপদের ছেলে কৃষ্ণপদ (৭০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাইতডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮)। এছাড়া ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন সদরপুর উপজেলার জাকেরডাঙ্গী গ্রামের খালেক মোল্লার ছেলে তাজল মোল্লা (৫৫)।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০৪, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৮, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ২৯, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭ ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮ জনসহ জেলার বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, গত জানুয়ারী থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ১৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ১৯৭ জন।
এমআইসি