Dr. Neem on Daraz
Victory Day

কিশোরগন্জে বৈদ্যুতিক অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্হদের মাঝে চেক বিতরণ


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ১০:৩৭ পিএম
কিশোরগন্জে বৈদ্যুতিক  অগ্নি দুর্ঘটনায়  ক্ষতিগ্রস্হদের মাঝে চেক বিতরণ

ফাইল ছবি

কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ শহরের  চরশোলাকিয়া বনানীমোড়  এলাকায়  অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে  এাণ কার্যে নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসনের  দূর্যোগ ব্যবস্হাপনা বিভাগ।

গত ১৫ আগষ্ট ২০২৩ খ্রীঃ ভোর রাত  আনুমানিক ৪ টায়  বৈদ্যুতিক  শর্ট সার্কিট জনিত  অগ্নি কান্ডের   ফলে অটো গ্যারেজের ৩০ টি ব্যাটারী চালিত অটো রিক্সা  পুড়ে ভস্মিভূত  হয়ে  ৯০ লাখ টাকার ক্ষতি  হয়। 
এ ব্যাপারে ক্ষতিগ্রস্হ  রিক্সা চালকদের আবেদনের প্রেক্ষিতে  জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ  এাণ কার্যে  নগদ অর্থ  তহবিল  হতে  ৩৩ জন অটো রিক্সার মালিক কে প্রতি জনকে ৭,৫০০/-  (সাত হাজার পাঁচশত)  টাকা  অনুদানের চেক প্রদান করে। 
১০ সেপ্টেম্বর  দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে   উপজেলা চেয়ারম্যান  মামুন আল মাসুদ খান, ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী  ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  সিফাত বিন রহমান  ক্ষতিগ্রস্হদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করেন।


শাহ সারওয়ার/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে