Dr. Neem on Daraz
Victory Day

নির্বাচনের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবলীগ নেতা খুন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৬:০৬ পিএম
নির্বাচনের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবলীগ নেতা খুন

চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. হোসেন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে থানার সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

মো. হোসেন সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে। তিনি যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন।


পুলিশ সূত্র জানায়, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আফছারুল আমীনের মৃত্যু হয়। এরপর ৩০ জুলাই সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় নির্বাচনের টাকা ভাগবাটোয়ারা নিয়ে হোসেনের সঙ্গে তার বন্ধুর শত্রুতা তৈরি হয়। এর জের ধরে আজ রোববার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেনকে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে হত্যা করেন।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা আক্তার বলেন, অভিযুক্ত এবং ভুক্তভোগী তারা উভয়েই সম্পর্কে ভালো বন্ধু ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া উপ-নির্বাচনে আর্থিক বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। একপর্যায়ে ভুক্তভোগীকে আজ হত্যা করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্তরা পালিয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে