Dr. Neem on Daraz
Victory Day

রাজবাড়ীতে ২ হাজার ১ শত পিস ইয়াবাসহ গ্রেফতার ২


আগামী নিউজ | রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ১০:৪১ পিএম
রাজবাড়ীতে ২ হাজার ১ শত পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ফাইল ছবি

রাজবাড়ীঃ পৃথক দুই অভিযানে রাজবাড়ী পৌর এলাকা থেকে ২ হাজার ১ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ও সজ্জনকান্দা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। 

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মোঃ আমজাদ হোসেন মিয়ার ছেলে মোঃ আসিফ মিয়া ওরফে হাসু(৩২) ও পৌরসভার সজ্জনকান্দা এলাকার মোঃ বিল্লাল শেখের ছেলে মোঃ ফারুক শেখ(৩৪)।

 

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৩০ মিনিটে পৌরসভার বিনোদপুরের মো: আসিফ মিয়া ওরফে হাসুর বাড়িতে অভিযান চালাই। এসময় হাসু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গেলে তাকে গ্রেফতার করা হয়।এ সময় তার শরীর তল্লাশি করে লুঙ্গীর ভেতর থেকে ২৮ টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে রক্ষিত ১হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা। 

 

তার দেওয়া তথ্য মতে বিকাল সাড়ে ৪ টায় পৌর সভার সজ্জনকান্দা এলাকার মো: ফারুক শেখ কে তার বসতবাড়ি থেকে পালানোর চেষ্টাকালে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ৭ টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে রক্ষিত ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা। 

 

তিনি আরও বলেন, মুলত মো: আসিফ মিয়া ওরফে হাসু রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার ছইর উদ্দিনের ছেলে রহুল (২৪) এর কাছে থেকে ২ হাজার ১শত পিস ইয়াবা ট্যাবলেট নেন।সেখান থেকে ৭শত পিস ইয়াবা ট্যাবলেট মো: ফারুক শেখের কাছে বিক্রি করে। 

 

এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

 

মিঠুন গোস্বামী/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে