Dr. Neem on Daraz
Victory Day

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কক্সবাজার প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ১২:৪৭ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউনুস (১৮) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ইউনুস ওই ক্যাম্পের মো. হামিদ হোসেনের ছেলে।

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আরাকন সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সোর্স সন্দেহে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা ইউনুসকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে