বগুড়াঃ দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রাং বলেছেন, জনগণের অনেক আশা আকাঙ্ক্ষার কথা লুকিয়ে থাকে। সেইসব সুখ, দুঃখের ইতিহাস কিংবা চাহিদার কথা প্রকাশ্য উঠে আসে সাংবাদিকদের কল্যানে।
শনিবার (১২ আগস্ট ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বহুল প্রচারিত ও পাঠকনন্দিত দৈনিক করতোয়া পত্রিকা ৪৮তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব ফজলুল হক প্রাং আরও বলেন, সাংবাদিকদের আর্থিক স্বনির্ভরতা থাকলে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরও বেশি উৎসাহ পাবে।
সাংবাদিক মতিউর রহমান দেওয়ান পলাশের উপস্থাপনায় আরও আলোচনা করেন সহকারী কমিশনার ( ভূমি) রূপম দাস, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী সভাপতি আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাধারণ বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, দৈনিক প্রথম আলো পত্রিকার সাবেক উপজেলা প্রতিনিধি আনিছুল ইসলাম লিটন, দুর্নীতি প্রতিরোধ কমিটি'র (দুপচাঁচিয়া) সভাপতি গাজীউর রহমান, নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, শিক্ষা ও মানোন্নয়ন কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম, পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার দাস, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক আনারুল আজাদ লিটন, তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তুহিন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে দৈনিক করতোয়া পত্রিকার পাঠকদের শুভেচ্ছা জানিয়ে দুপচাঁচিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন অনু্ষ্ঠানে অংশগ্রহণকারীরা।
দেওয়ান পলাশ/বুইউ