Dr. Neem on Daraz
Victory Day

ঘুষ নেয়ার অভিযোগে দামুড়হুদা থানার এএসআই প্রত্যাহার


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ১২:০১ পিএম
ঘুষ নেয়ার অভিযোগে দামুড়হুদা থানার এএসআই প্রত্যাহার

দামুড়হুদা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। উৎকোচ (ঘুষ) আদায়, অপকর্ম ও সেবা প্রত্যাশীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বুধবার রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, এএসআই মামুনের বিরুদ্ধে সেবা প্রত্যাশীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন এবং উৎকোচ (ঘুষ) আদায়ের অভিযোগ ওঠে। বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতেই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জামান আখতার/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে