Dr. Neem on Daraz
Victory Day

যশোরের শার্শায় ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর) প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০৪:১২ পিএম
যশোরের শার্শায় ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

যশোরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে যশোরের শার্শায় ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল উপহারের ঘর। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করার পরই এ উপজেলার পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘরের চাবি ও দলিলপত্র হস্তান্তর করা হয়।

বুধবার সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম আকিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

মোঃ মনির হোসেন/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে