Dr. Neem on Daraz
Victory Day

ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আরও দু’জনের সাক্ষ্য


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ১০:৫৬ পিএম
ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আরও দু’জনের সাক্ষ্য

ঢাকাঃ হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় মঙ্গলবার আরও দু’জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। 

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার (৮ জুলাই) সোনারগাঁর রয়েল রিসোর্টের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন ও স্থানীয় গণমাধ্যমকর্মী নুরুন্নবী জনি আদালতে সাক্ষ্য দেন।

মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মামুনুলকে আনা হয়। 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ জানান, এ পর্যন্ত এই মামলায় ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আসামি ৪ অক্টোবর ধার্য করা হয়েছে। 

২০২১ সালের ৩ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীর সঙ্গে অবরুদ্ধ হন মামুনুল। পরে তাঁর সমর্থকরা রিসোর্টে হামলা চালিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়। মহাসড়ক অবরোধ করে। মামুনুলকে অবরুদ্ধ করার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িঘরে হামলা চালায় হেফাজত কর্মীরা।

এ ঘটনার পর রিসোর্টে মামুনুলের সঙ্গে আটক ওই নারী সোনারগাঁ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ১৮ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামুনুলকে গ্রেফতার করে। একই বছর ৩ নভেম্বর মামুনুলের বিরুদ্ধে করা ধর্ষণ মামলাটির অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ।

মামুনুলের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। একজন দেশবরেণ্য আলেমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর আগে দশম দফায় মামলার বাদী জান্নাত আরা ঝর্ণার ছেলে মোহাম্মদ রহমান আদালতে উপস্থিত হয়ে তার মায়ের সঙ্গে মামুনুল হকের বিয়ের বৈধতা সম্পর্কে নিশ্চিত করেছে।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে