Dr. Neem on Daraz
Victory Day

দৌলতদিয়াতে যুবকের লাশ উদ্ধার


আগামী নিউজ | রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০৪:২০ পিএম
দৌলতদিয়াতে যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটায় মিন্নাত শেখ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে পুড়াভিটার এলাকার করিমের বাড়ির ভাড়াটিয়া নুরজাহান বেগমের রুমে এ ঘটনা ঘটে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।   

মিন্নাত শেখ মানিকগঞ্জ জেলার শিবলয় উপজেলার মোহাদেবপুর ইউনিয়নের সাইলি গ্রামের ইউনুছ শেখের ছেলে।


পুড়াভিটা করিমের বাড়ির ভাড়াটিয়া নুরজাহান বেগম বলেন, সকাল ৭টার দিকে মিন্নাত শেখ তার দোকানে ঢোকে। পরে তিনি চোকির ওপর তাকে শুয়ে থাকতে দেখেন। পরে মিন্নাত শেখকে ডাকলে কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। এরপর তারা এসে লাশটি উদ্ধার করে।


ওসি (তদন্ত) উত্তম কুমার জানান, নিহত মিন্নাতের ভাই ও আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি আগে থেকেই হৃদযন্ত্রের রোগী ছিলেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে