Dr. Neem on Daraz
Victory Day

আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ, উদ্ধার ছয় অবিস্ফোরিত ককটেল


আগামী নিউজ | সাভার (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ০৪:১৮ পিএম
আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ, উদ্ধার ছয় অবিস্ফোরিত ককটেল

ঢাকাঃ ঢাকার অন্যতম প্রবেশপথ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আরও ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, আজ শনিবার বিএনপির ঢাকার প্রবেশমূখে গাবতলী এলাকায় বেলা ১১টা থেকে পাঁচ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালনের কথা ছিলো। কিন্তু পুলিশের পক্ষ থেকে এ কর্মসূচির কোন অনুমতি ছিলো না। সকাল থেকেই পুলিশ 'অবস্থান' কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি যেন ঘটাতে না পারে সে লক্ষে আমিনবাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সতর্ক অবস্থান নেন। এছাড়া অপর একটি রাজনৈতিক দলের (আওয়ামী লীগের) নেতা-কর্মীরা আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান করে। বেলা ২টার দিকে এই কার্যালয়ের অদূরে মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে পরপর ৩-৪ টি ককটেল  বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি কাগজের বাজারের ব্যাগ খুঁজে পান। ব্যাগের ভেতরে তারা লাল স্কচটেপে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে ককটেলগুলো নিষ্ক্রিয় করতে একটি বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়। 

প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন বলেন, ২৫ থেকে ৩০ বছর বয়সী ৩ জন যুবক হঠাৎ চারটি বস্তু পাম্পের দিকে ছুঁড়ে মারলে বিকট শব্দ শুনতে পাই এবং ধোঁয়া দেখতে পাই। এরপর তারা পাম্পের পাশের রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, আজকে সকালে একটি রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু কর্মসূচির অনুমতি না থাকায় পুলিশের তৎপরতায় তারা অবস্থান নিতে ব্যর্থ হন। এর পরিপ্রেক্ষিতে তারা পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং ভীতিকর পরিস্থিতি তৈরি করতে দুপুরের দিকে যখন সবাই বিশ্রাম নিচ্ছেন তখন কিছু দুষ্কৃতিকারী হঠাৎ ৩-৪টি ককটেল বিষ্ফোরণর ঘটিয়ে পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থল থেকে আরও ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে