Dr. Neem on Daraz
Victory Day

উপজেলা বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার চার


আগামী নিউজ | টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০৬:২৩ পিএম
উপজেলা বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার চার

ফাইল ছবি

টাঙ্গাইলঃ বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে টাঙ্গাইলে মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ দলটির অঙ্গসংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি।


গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো জাকির হোসেন, ঘাটাইল উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন, ধনবাড়ি উপজেলার মুসুদ্দি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান এবং কালিহাতী উপজেলার বিএনপির সদস্য সোনা মিয়া।

বুধবার (২৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. ফরহাদ ইকবাল জানান, ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে এবং বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। মহাসমাবেশ বানচাল করার জন্য পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে যাতে কেউ সমাবেশে যোগ দিতে না পারে। এরপরও জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করার জন্য ঢাকায় গিয়েছে। এছাড়া আরো ৪০ হাজার নেতাকর্মী যাতে সমাবেশে যেতে না পারে এজন্য অভিযান চালাচ্ছে। এছাড়া সড়ক ও মহাসড়কে চেকপোস্ট বসিয়েও তল্লাশি করা হচ্ছে।

টাঙ্গাইল কোর্ট পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ জানান, জাকির হোসেনের বিরুদ্ধে ২০২২ সালের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠিয়েছে। পরে মধুপুর-গোপালপুর আমলী আদালতের বিচারক বাদল কুমার চন্দ জাকির হোসেনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কালিহাতী থানার একটি মামলায় ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারজানা আফরোজ জেমি জানান, ছুটিতে রয়েছি তাই এই বিষয়ে জানা নেই। 

শফিকুজ্জামান খান মোস্তফা/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে