ঝিনাইদহঃ জেলার হরিণাকুণ্ডুতে সাপের কামড়ে আব্দুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল্লাহ সকালে বাড়ির পাশে খালের পানিতে পাট পঁচানোর কাজ করছিলেন। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসলে প্রথমে ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করে। অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে এন্টিভেনম দেওয়া হয়। এন্টিভেনম দেওয়ার কিছু সময় পরেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, কৃষিকাজ করার সময় গর্তে পা দিলে তাকে সাপে কামড় দেয়। তবে কি সাপে কামড় দিয়েছে সেটা জানাতে পারেনি ওই কৃষক। রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যু হয়।
বুইউ