Dr. Neem on Daraz
Victory Day

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ২


আগামী নিউজ | জেলা প্রতিনিধি সিলেট প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৪:১৯ পিএম
সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ২

ফাইল ছবি

ঢাকাঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী লালাখাল এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে রুবেল হোসেন (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬টায় সারী নদীর ১৩০১নং পিলার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালাখাল সারী নদীর ১৩০১নং পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় খাসিয়ারা চোরাকারবারি মনে করে হঠাৎ গুলি চালায়। এতে রুবেল হোসেনসহ আরও দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেনকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। কী কারণে ভারতীয় খাসিয়ারা গুলি চালিয়েছে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে