Dr. Neem on Daraz
Victory Day

৩১ জেলে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত


আগামী নিউজ | চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৯:৪১ এএম
৩১ জেলে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলার আসামি মোরশেদ আলম (৩৫) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) ভোরে উপজেলার বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। মোরশেদ বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা।

র‌্যাবের দাবি, নিহত মোরশেদ আলম বঙ্গোপসাগরের দস্যু। তার বিরুদ্ধে ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ ২৪টি অধিক মামলা রয়েছে।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, বাঁশখালীর বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এরপর ঘটনাস্থলে মোরশেদ আলমের লাশ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুটি ওয়ান শুটারগান, ১৯ রাউন্ড গুলি ও তিনটি রামদা জব্দ করা হয়।

আগামী নিউজ/এসএম/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে