Dr. Neem on Daraz
Victory Day

টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত, আটক ২  


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, টাঙ্গাইল প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৩:৪৩ পিএম
টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত, আটক ২  

টাঙ্গাইলঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের ঈদগাহ মাঠ থেকে নেতাকর্মীদের বিশাল একটি পদযাত্রা বের হয়। 
এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বাগানবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

এদিকে পদযাত্রা চলাকালে সেখান থেকে দুই নেতাকে পুলিশ আটক করে। এরা হলো- জেলা যুবদলে সাবেক যুগ্ম আহবায়ক মনি পাহেলি এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট পাহেলি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাবিবুর রহমান জানান, পদযাত্রার আশপাশে বিশৃঙ্খলার সৃষ্টির সন্দেহে দুইজনকে আটক করা হয়।

পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতকর্মী। 

শফিকুজ্জামান খান মোস্তফা/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে