Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে কৃষক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন


আগামী নিউজ | ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০৬:০৭ পিএম
ফরিদপুরে কৃষক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ফাইল ছবি

ফরিদপুরঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কৃষক আব্দুল কুদ্দুস হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলায় আরেক আসামীকে দুই বছর কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

 

আজ রবিবার (১৬ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন।

 

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন, এমদাদুল শেখ (৩০), মিরাজ শেখ (১৮), এরশাদ সিকদার (২০) ও জব্বার সিকদার (৩৫)। কারাদন্ডের পাশাপাশি ৪জনকে ২০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরও চার মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

 

মামলার আরেক আসামী ইলিয়াছ শেখ (২৩) কে দুই বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়। অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি নবাব আলী মৃধা জানান, ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কুন্ডুরামদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এমদাদুল শেখ, মিরাজ শেখ, এরশাদ সিকদার, জব্বার সিকদার ও ইলিয়াছ শেখ কৃষক আব্দুল কুদ্দুস সহ তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

 

হামলায় আব্দুল কুদ্দুস গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

এঘটনায় নিহতের ছেলে জাকির হোসেন বাদি হয়ে বোয়ালমারী থানায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

 

মামলার শুনানি শেষে আদালতের বিচারক আজ রবিবার রায় ঘোষনা করেন।


সুমন/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে