Dr. Neem on Daraz
Victory Day

ঋণের কিস্তি না দিতে পেরে আত্নহত্যা


আগামী নিউজ | রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৮:২১ পিএম
ঋণের কিস্তি না দিতে পেরে আত্নহত্যা

ফাইল ছবি

ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আরবী আক্তার (১৯) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন।

আজ সোমবার সকাল ১১ টার দিকে নিজ বাড়িতে ঘরের মধ্যে আরবী আত্মহত্যা করেন।

তিনি উপজেলার নেকমরদ  ইউনিয়নের গন্ডগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। আরবী আক্তার ওই এলাকার বাবলা হোসেন এর স্ত্রী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে স্বামীর সাথে কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটি হয় আরবী আক্তারের। দিনমজুর স্বামী প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাহিরে চলে গেলে। সকলের অগোচরে নিজ ঘরের বাঁশের সরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
দেড় বছরের শিশুর কান্নাকাটিতে পাশের বাড়ির লোকজন এসে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ নিয়ে একটি থানায় ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আনোয়ার হোসেন আকাশ/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে